যৌগিক পদার্থের অণুর সংকেত লেখার নিয়ম:
যোজ্যতার ধারণা (Concept of Valancy):
যৌগিক পদার্থের অণুর সংকেত লিখতে গেলে প্রথমে যোজ্যতার ধারণা একটু নেওয়া প্রয়োজন। আমরা এর পূর্বে প্রথম 20 পারমাণবিক সংখ্যা পর্যন্ত মৌলের যোজ্যতা কীভাবে নির্ণয় করতে হয় দেখেছি। এখানে যোজ্যতা কথাটির অর্থ হল যোজন ক্ষমতা। অর্থাৎ একটি মৌল অপর...
Thursday, July 12, 2018
Tuesday, July 10, 2018
ডালটনের পরমাণুবাদে বলা হয়েছিল,
(1) পরমাণু অবিভাজ্য অর্থাৎ পরমাণুকে আর ভাঙা যায় না।
(2) পরমাণু নিরেট অর্থাৎ পরমাণু একদম শক্ত ও এতে কোনও ফাঁকা জায়গা নেই।
(3) পরমাণু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে।
কিন্তু বাস্তবে পরমাণু অবিভাজ্য নয়। একটি পরমাণুকে ভেঙে তিনটি মূল কণিকা পাওয়া যায়। (i) ইলেকট্রন (ii) প্রোটন ও (iii)...
Saturday, July 07, 2018
বিজ্ঞানের অগ্রগতির একদম প্রথম দিকে পরমাণু বা অণুর সম্পর্কে কোনো ধারণাই তখনকার বিজ্ঞানীদের ছিল না। যেকোনও মৌলের (পদার্থের) শেষ উৎস জানতে পরমাণুর ধারণার প্রথম কল্পনা করা হয় প্রায় খ্রীষ্টজন্মের কয়েক শতাব্দী পূর্বে প্রায় (500BC) তে। এই বিষয়ে ভারতীয় দার্শনিক মহর্ষি কণাদকে পরমাণুরর ধারণার প্রথম পথিকৃৎ...