Processing math: 94%
Foundation Series, Class: VII, বীজগাণিতিক সূত্রাবলী - WBBSE Class: 7

Follow Us @interactive_physics

Saturday, September 01, 2018

Foundation Series, Class: VII, বীজগাণিতিক সূত্রাবলী

Class VII, Mathematics, Algebra
PROBLEM TYPE: I (সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো:)
প্রয়োজনীয় সূত্র:
(a+b)2=a2+2ab+b2
(ab)2=a22ab+b2

(1) 305 এর বর্গ নির্ণয় করো।

(2) 65 এর বর্গ নির্ণয় করো।

(3) 110 এর বর্গ নির্ণয় করো।

(4) 1006 এর বর্গ নির্ণয় করো।

(5) 10.5 এর বর্গ নির্ণয় করো।

(6) 202 এর বর্গ নির্ণয় করো।

(7) 3.1 এর বর্গ নির্ণয় করো।

(8) 996 এর বর্গ নির্ণয় করো।

(9) 9 এর বর্গ নির্ণয় করো।

(10) 9999 এর বর্গ নির্ণয় করো।

(11) 99 এর বর্গ নির্ণয় করো।

(12) 995 এর বর্গ নির্ণয় করো।

(13) 9991 এর বর্গ নির্ণয় করো।

(14) 697 এর বর্গ নির্ণয় করো।

(15) 9999 এর বর্গ নির্ণয় করো।

(16) 910 এর বর্গ নির্ণয় করো।

(17) 712 এর বর্গ নির্ণয় করো।

(18) 799 এর বর্গ নির্ণয় করো।

(19) 891 এর বর্গ নির্ণয় করো।

(20) 895 এর বর্গ নির্ণয় করো।

(21) 993 এর বর্গ নির্ণয় করো।

(22) 1009 এর বর্গ নির্ণয় করো।

(23) 1011 এর বর্গ নির্ণয় করো।

(24) 1110 এর বর্গ নির্ণয় করো।

(25) 1494 এর বর্গ নির্ণয় করো।

(26) 2008 এর বর্গ নির্ণয় করো।

(27) 9991 এর বর্গ নির্ণয় করো।

(28) 9999 এর বর্গ নির্ণয় করো।

(29) 50.25 এর বর্গ নির্ণয় করো।

(30) 99.75 এর বর্গ নির্ণয় করো।

(31) 110.1 এর বর্গ নির্ণয় করো।

(32) 198.5 এর বর্গ নির্ণয় করো।

(33) 999.5 এর বর্গ নির্ণয় করো।

(34) 100.15 এর বর্গ নির্ণয়

(35) (3x+2y) এর বর্গ নির্ণয় করো।

(36) (2xy+yz) এর বর্গ নির্ণয় করো।

(37) (2x3+3y4) এর বর্গ নির্ণয় করো।

(38) (12x+13y) এর বর্গ নির্ণয় করো।

(39) (1+x) এর বর্গ নির্ণয় করো।

(40) (2x+1) এর বর্গ নির্ণয় করো।

(41) (3x+2) এর বর্গ নির্ণয় করো।

(42) (12+2y) এর বর্গ নির্ণয় করো।

(43) (5a+3) এর বর্গ নির্ণয় করো।

(44) (6t+3) এর বর্গ নির্ণয় করো।

(45) (7+2a) এর বর্গ নির্ণয় করো।

(46) (4xy+2) এর বর্গ নির্ণয় করো।

(47) (2p+3q) এর বর্গ নির্ণয় করো।

(48) (3r+2s) এর বর্গ নির্ণয় করো।

(49) (x+1x) এর বর্গ নির্ণয় করো।

(50) (5a+6b) এর বর্গ নির্ণয় করো।

(51) (x2+2y) এর বর্গ নির্ণয় করো।

(52) (x8+2y) এর বর্গ নির্ণয় করো।

(53) (ab+1) এর বর্গ নির্ণয় করো।

(54) (ab+b) এর বর্গ নির্ণয় করো।

(55) (xy+xz) এর বর্গ নির্ণয় করো।

(56) (5x2+6xy) এর বর্গ নির্ণয় করো।

(57) (x2+y2) এর বর্গ নির্ণয় করো।

(58) (a4+b4) এর বর্গ নির্ণয় করো।

(59) (x4+1x4) এর বর্গ নির্ণয় করো।

(60) (3x2+12) এর বর্গ নির্ণয় করো।

(61) (a32+b23) এর বর্গ নির্ণয় করো।

(62) (abc+bc) এর বর্গ নির্ণয় করো।

(63) (x+2y+z) এর বর্গ নির্ণয় করো।

(64) (ax+b+c) এর বর্গ নির্ণয় করো।

(65) (a+2b+c+d) এর বর্গ নির্ণয় করো।

(66) (x+y+z+w) এর বর্গ নির্ণয় করো।

(67) (x+yz+a+b) এর বর্গ নির্ণয় করো।

(68) (2x27y2) এর বর্গ নির্ণয় করো।

(69) (abbc) এর বর্গ নির্ণয় করো।

(70) (3p+2qr) এর বর্গ নির্ণয় করো।

(71) (m+2n3p) এর বর্গ নির্ণয় করো।

(72) (a+b+c+d) এর বর্গ নির্ণয় করো।

(73) (a2b3c+4d) এর বর্গ নির্ণয় করো।

(74) (2m3n) এর বর্গ নির্ণয় করো।

(75) (x+2) এর বর্গ নির্ণয় করো।

(76) (2x+3) এর বর্গ নির্ণয় করো।

(77) (3x2+y) এর বর্গ নির্ণয় করো।

(78) (5xy+y2) এর বর্গ নির্ণয় করো।

(79) (6x2y+7xy2) এর বর্গ নির্ণয় করো।

(80) (abx+bcx) এর বর্গ নির্ণয় করো।

(81) (3ab) এর বর্গ নির্ণয় করো।

(82) (4a5b) এর বর্গ নির্ণয় করো।
[/content]
[content]
(83) (2ab3a) এর বর্গ নির্ণয় করো।

(84) x2+1x এর বর্গ নির্ণয় করো।

(85) (ax2+1x) এর বর্গ নির্ণয় করো।

(86) (8m2n2+9) এর বর্গ নির্ণয় করো।

(87) (x2y+y2x) এর বর্গ নির্ণয় করো।

(88) (x2y+xy2) এর বর্গ নির্ণয় করো।

(89) (a3x+xa3) এর বর্গ নির্ণয় করো।

(90) (x22ax) এর বর্গ নির্ণয় করো।

(91) (abba) এর বর্গ নির্ণয় করো।

(92) (2a14a) এর বর্গ নির্ণয় করো।

(93) (2mnn2m) এর বর্গ নির্ণয় করো।

(94) (2a2b3a2b) এর বর্গ নির্ণয় করো।

(95) (3m2n213mn) এর বর্গ নির্ণয় করো।

(96) (5x2y3y2x) এর বর্গ নির্ণয় করো।

(97) (axybxy) এর বর্গ নির্ণয় করো।

(98) (am312a2m2) এর বর্গ নির্ণয় করো।

(99) (2a+2b+c) এর বর্গ নির্ণয় করো।

(100) (a3+b2+3c) এর বর্গ নির্ণয় করো।

(101) (x2+x+1) এর বর্গ নির্ণয় করো।

(102) (ax2+1ax2+2) এর বর্গ নির্ণয় করো।

(103) (a2+a+1a2) এর বর্গ নির্ণয় করো।

(104) (xy+yx+xy) এর বর্গ নির্ণয় করো।

(105) (1x+2y+xy) এর বর্গ নির্ণয় করো।

(106) (2x) এর বর্গ নির্ণয় করো।

(107) (x3) এর বর্গ নির্ণয় করো।

(108) (m4) এর বর্গ নির্ণয় করো।

(109) (5x3) এর বর্গ নির্ণয় করো।

(110) (3x2) এর বর্গ নির্ণয় করো।

(111) (2y3) এর বর্গ নির্ণয় করো।

(112) (3p2q) এর বর্গ নির্ণয় করো।

(113) (4x5y) এর বর্গ নির্ণয় করো।

(114) (2r13s) এর বর্গ নির্ণয় করো।

(115) (6a25b2) এর বর্গ নির্ণয় করো।

(116) (4x39y3) এর বর্গ নির্ণয় করো।

(117) (3a22) এর বর্গ নির্ণয় করো।

(118) (5xa4) এর বর্গ নির্ণয় করো।

(119) (5a61) এর বর্গ নির্ণয় করো।

(120) (3x+2y) এর বর্গ নির্ণয় করো।

(121) (a1x) এর বর্গ নির্ণয় করো।

(122) (aba) এর বর্গ নির্ণয় করো।

(123) (bcc) এর বর্গ নির্ণয় করো।

(124) (xyab) এর বর্গ নির্ণয় করো।

(125) (2xy3y2) এর বর্গ নির্ণয় করো।

(126) (abc1) এর বর্গ নির্ণয় করো।

(127) (2abc3ab) এর বর্গ নির্ণয় করো।

(128) (3xy14xy) এর বর্গ নির্ণয় করো।

(129) (5xyz2abc) এর বর্গ নির্ণয় করো।

(130) (3x24y23) এর বর্গ নির্ণয় করো।

(131) (x+2y) এর বর্গ নির্ণয় করো।

(132) (3x+xyz) এর বর্গ নির্ণয় করো।

(133) (x+1x+1) এর বর্গ নির্ণয় করো।

(134) (x+3y) এর বর্গ নির্ণয় করো।

(135) (5m+2) এর বর্গ নির্ণয় করো।

(136) (7yz) এর বর্গ নির্ণয় করো।

(137) (ab2+ba2) এর বর্গ নির্ণয় করো।

(138) (ab+bc+ca) এর বর্গ নির্ণয় করো।

(139) (x+2y+1) এর বর্গ নির্ণয় করো।

(140) (x+y2z) এর বর্গ নির্ণয় করো।

(141) (xy+xy1) এর বর্গ নির্ণয় করো।

(142) (2x3y+xy) এর বর্গ নির্ণয় করো।

(143) (am1am+am) এর বর্গ নির্ণয় করো।

(144) (xy+yzzx) এর বর্গ নির্ণয় করো।

(145) (ax+ax) এর বর্গ নির্ণয় করো।

(146) (axbx+1) এর বর্গ নির্ণয় করো।

(147) (m2m1m) এর বর্গ নির্ণয় করো।

(148) (a2b+ab21) এর বর্গ নির্ণয় করো।

(149) (a22b23c2) বর্গ নির্ণয় করো।

(150) (nmpnmp) এর বর্গ নির্ণয় করো।

(151) (m2n2nm1) এর বর্গ নির্ণয় করো।

(152) (a2+b2+a+b) এর বর্গ নির্ণয় করো।

(153) (a+2b+3x+4y) এর বর্গ নির্ণয় করো।

(154) (a2+b2+1a+1b) এর বর্গ নির্ণয় করো।

(155) (abcd) এর বর্গ নির্ণয় করো।

(156) (m+2n3pq) এর বর্গ নির্ণয় করো।

(157) (a3+a2+1a2+1a3) এর বর্গ নির্ণয় করো।

PROBLEM TYPE: II (বিস্তৃতি নির্ণয় করো:)
প্রয়োজনীয় সূত্র:

(a+b)2=a2+2ab+b2
(ab)2=a22ab+b2

(1) (541)2

(2) (692)2

(3) (789)2

(4) (803)2

(5) (891)2

(6) (960)2

(7) (3a+2b)2

(8) (2a+5x)2

(9) (3ab+7)2

(10) (5x+25y)2

(11) (4x+12x)2

(12) (4y+12y)2

(13) (2x3+3y3)2

(14) (3a24b2+8b23a2)2

(15) (3a24+43a2)2

(16) (4a2+14a2)2

(17) (2xy)2

(18) (xy3)2

(19) (34ab3)2

(20) (x3y3)2

(21) (4x4y4)2

(22) (a1a)2

(23) (x21x2)2

(24) (x33y24)2

(25) (xy3x)2

(26) (6a+5b)2

(27) (3a25b2)2

(28) (x2y3+x3y2)2

(29) (2p2q)2

(30) (5m2+7m)2

(31) (7w8z)2

(32) (11r+11)2

(33) (8t5r)2

(34) (xyz)2

(35) (m+n+2p+3q)2

(36) (a+b+c+d)2

PROBLEM TYPE: III (পূর্ণবর্গাকারে প্রকাশ করো:)
(1) a2+2ab+b2

(2) 9a2+6ab+b2

(3) 1+4a+4a2

(4) x216+xy+4y2

(5) 36x2+x+1144

(6) a2+8ab+16b2

(7) 4x2y2+x2+x216y2

(8) 25x210x+1

(9) 4a2+9b212ab

(10) 36a236ab+9b2

(11) a22+1a2

(12) 4x2+9y26xy

(13) 9x64+19x6

(14) x22+1x2

(15) 4x2+916y23xy

(16) 36a2+12ab+b2

(17) 4a2+4ab+b2

(18) x42x2y2+y4

(19) 25a2+10a+1

(20) 9x2+2x+19

(21) 16x2+24ab+9b2

(22) a2b2+4abc+4c2

(23) 4m228mn+49n2

(24) 25x25xy+y24

(25) a2+4a+4

(26) 36x22+136x2

(27) 1a21ab+14b2

(28) 25a260ab+36b2

(29) 36a2+12a+1

(30) 25x2+60xy+36y2

(31) 81a218ab+b2

(32) 4p244pq+121q2

(33) a2b212abc+36c2

(34) 36p2+132pq+121q2

(35) 25(2a2b2)2+30(2a2b2)c2+9c4

(36) x4y2+2x3y3+x2y4

(37) x4+2x+1x2

(38) a2x4+2ax+1x2

(39) 64m4n4+144m2n2+81

(40) x4y2+2xy+y4x2

(41) a6x2+2x2+x2a6

(42) x44ax3+4a2x2

(43) a2b22+b2a2

(44) 4a21+116a2

(45) 4m2n22+n24m2

(46) 4a4b212+9a4b2

(47) 9m4n42mn+19m2n2

(48) 25x4y230x3y3+9y4x2

(49) a2x2y22abx2y2+b2x2y2

(50) a2m6ma+14a4m4

(51) 36a2+60ab+25b2

(52) 9a430a2b2+25b4

(53) x4y6+2x5y5+x6y4

(54) 4p44p2q+q2

(55) 25m4+70m3+49m2

(56) 49x2112xy+64y2

(57) 121r2+242r+121

(58) 64t280tr+25r2

(59) 25m2+30mn+9n2

(60) 36+24p2+4p4

(61) a2+2+1a2

(62) a41+14a4

(63) 9p2+6p+1

(64) 4p22p+14

(65) 49(2x3y)214(2x3y)z+z2

(66) 4(m+n)212(m+n)p+9p2

(67) 4(m+n)212(m+n)(mn)+9(mn)2

(68) (a+b)2+2(a+b)(ab)+(ab)2

(69) 49(2x3y)214(2x3y)z+z2

(70) 9(a+b)26(a+b)c+c2

(71) 49(7x6y)284(7x6y)y+36y2

(72) 4(m+n+p)212(m+n+p)p+9p2

(73) 49(2x+y2z)2+28(2x+y2z)(2y+z)+4(2y+z)2

(74) x32+1x3

(75) (25a2+10a+1)

(76) (9x2+2x+19)

(77) (x2+xy+y24)

(78) (36x2+2xy+y236)

(79) (9x2xy+y236)

(80) (x2434xy+9y216)

PROBLEM TYPE: IV (পূর্ণবর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করো:)
(1) যদি a=2 এবং b=3 হয়, তাহলে 36a2+12ab+b2 এর মান নির্ণয় করো।

(2) যদি a=2 এবং b=3 হয়, তাহলে 4a2+4ab+b2 এর মান নির্ণয় করো।

(3) যদি a=2 এবং b=3 হয়, তাহলে (a+b)2+2.(a+b).(ab)+(ab)2 এর মান নির্ণয় করো।

(4) যদি a=2 এবং b=3 হয়, তাহলে 36a236ab+9b2 এর মান নির্ণয় করো।

(5) যদি a=2 হয় তাহলে, 36a2+12a+1 রাশিটিকে পূর্ণবর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করো।

(6) যদি x=1 এবং y=1 হয় তাহলে, 25x2+60xy+36y2 রাশিটিকে পূর্ণবর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করো।

(7) যদি a=9 এবং b=11 হয় তাহলে, 81a218ab+b2 রাশিটিকে পূর্ণবর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করো।

(8) যদি p=8 এবং q=4 হয় তাহলে, 4p244p+121q2 রাশিটিকে পূর্ণবর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করো।

(9) যদি a=4, b=5 এবং c=6 তাহলে, (a2b212abc+36c2) রাশিটিকে পূর্নবর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করো।

(10) যদি a=5,b=7 এবং c=11 হয় তাহলে, 9(a+b)26(a+b)c+c2 রাশিটিকে পূর্ণবর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করো।

(11) যদি x=48 এবং y=49 হয় তাহলে, 49(7x6y)284(7x6y).6y+36y2 রাশিটিকে পূর্ণবর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করো।
[/content]
[content]
(12) যদি p=12 এবং q=7 হয় তাহলে, 36p2++132pq+121q2 রাশিটিকে পূর্ণবর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করো।

(13) যদি x=0, y=1 এবং z=2 হলে, 49(2x3y)214(2x3y).z+z2 রাশিটিকে পূর্ণবর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করো।

(14) যদি m=1, n=2 এবং p=3 হলে, 4(m+n)212(m+n)p+9p2 রাশিটিকে পূর্ণবর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করো।

(15) যদি a=8, b=5 হলে, 36a2+132ab+121b2 রাশিটিকে পূর্ণবর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করো।

(16) যদি a=2, b=3 এবং c=2 হলে, (3a+2b+c)22.(3a+2b+c).(ab+2c)+(ab+2c)2 রাশিটিকে পূর্ণবর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করো।

(17) যদি m=2, n=1 এবং p=3 হলে, 4(m+n+p)212(m+n+p).p+9p2 রাশিটিকে পূর্ণবর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করো।

(18) যদি x=2, y=3 এবং z=5 হলে, 49(2x+y2z)2+28(2x+y2z).(2y+z)+4(2y+z)2 রাশিটিকে পূর্ণবর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করো।

(19) যদি a=4, b=3 এবং c=2 হলে, 25(2a2b2)2+30(2a2b2).c2+9c2 রাশিটিকে পূর্ণবর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করো।

(20) যদি a=56 হয়, তাহলে (9a2+15a+254) রাশিটিকে পূর্ণবর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করো।

(21) যদি x=1 এবং y=1 হয় তাহলে, (16x2+40xy+25y2) রাশিটিকে পূর্ণবর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করো।

(22) যদি a=2 হয় তাহলে, (a242a+4) রাশিটিকে পূর্ণবর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করো।

(23) যদি a=25 হয় তাহলে, (25a2+125a22) রাশিটিকে পূর্ণবর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করো। 


PROBLEM TYPE: V (Advance Level:)
(1) P এর মান কত হলে 49+Pa+36a2 রাশিটি পূর্ণবর্গরাশি হবে।

Solution:
প্রদত্ত (49+Pa+36a2) রাশিটি পূর্ণবর্গ হলে,
(7+6a)2=(7)2+2.7.6a+(6a)2
=(49+2.7.6a+36a2)
=(49+84a+36a2)

অর্থাৎ Pa=84a
বা, P=84

(2) P এর মান কত হলে P+40xy+4y2 রাশিটি পূর্ণবর্গ রাশি হবে।

Solution:
এখানে, P+40xy+4y2=P+2.10x.2y+(2y)2 রাশিটি পূর্ণবর্গ হলে P এর মান হবে,
P=(10x)2=100x2

(3) M এর মান কত হলে, (9a2+M+16b2) রাশিটি একটি পূর্ণবর্গ রাশি হবে।

(4) M এর মান কত হলে, (x2+6bx+M) রাশিটি একটি পূর্ণবর্গ রাশি হবে?

(5) M এর মান কত হলে (M+18xy+y2) রাশিটি একটি পূর্ণবর্গ রাশি হবে?

(6) M এর মান কত হলে (x+x2+M) রাশিটি একটি পূর্ণবর্গ রাশি হবে?

(7) M এর মান কত হলে a64+4a6+M রাশিটি একটি পূর্ণবর্গ রাশি হবে?

(8) M এর মান কত হলে (x29+M+y24) রাশিটি একটি পূর্ণবর্গ রাশি হবে?

(9) (a2+2a+12) এর সঙ্গে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ রাশি হবে?

(10) (9x2+25y2) রাশিটির সঙ্গে কত যোগ করলে, রাশিটি একটি পূর্ণবর্গ রাশি হবে?

(11) (a2+2a+12) রাশিটির সঙ্গে কত যোগ করলে, রাশিটি একটি পূর্ণবর্গ রাশি হবে।

(12) (4a2+9b2) রাশিটির সঙ্গে কত যোগ করলে রাশিটি একটি পূর্ণবর্গ রাশি হবে?

(13) (9x242xy) রাশিটির সঙ্গে কত যোগ করলে, রাশিটি একটি পূর্ণবর্গ রাশি হবে?

(14) (a22) রাশিটির সঙ্গে কত যোগ করলে, রাশিটি একটি পূর্ণবর্গ রাশি হবে?

(15) (4ab+b2) রাশিটির সঙ্গে কত যোগ করলে, রাশিটি একটি পূর্ণবর্গ রাশি হবে?

(16) (36x2+y24) রাশিটির সঙ্গে কত যোগ করলে, রাশিটি একটি পূর্ণবর্গ রাশি হবে?

(17) P এর কোন্‌ মানের জন্য (9x242xy+P) রাশিটি একটি পূর্ণবর্গ রাশি হবে?

(18) t এর মান কত হলে (x2tx+14) রাশিটি একটি পূর্ণবর্গ রাশি হবে?

(19) 9x2+25y2 এর সঙ্গে কত যোগ করলে রাশিটি একটি পূর্ণবর্গ রাশি হবে?

(20) T এর মান কত হলে (9T+x29) রাশিটি একটি পূর্ণবর্গ রাশি হবে?

(21) T এর মান কত হলে (9x2+16y2T) রাশিটি একটি পূর্ণবর্গ রাশি হবে?
[/content]
[content]
(22) T এর মান কত হলে (25a4T+1625a4) রাশিটি একটি পূর্ণবর্গ রাশি হবে?

(23) T এর মান কত হলে (449x413x2y2+T) রাশিটি একটি পূর্ণবর্গ রাশি হবে?

(24) T এর মান কত হলে (T8+4a4b4) রাশিটি একটি পূর্ণবর্গ রাশি হবে?

(25) T এর মান কত হলে (2510x+T) রাশিটি একটি পূর্ণবর্গ রাশি হবে?

(26) T এর মান কত হলে (T2xy+x24) রাশিটি একটি পূর্ণবর্গ রাশিটি হবে?

(27) 1a2+3ab+1b2 রাশিটি থেকে কত বিয়োগ করলে রাশিটি পূর্ণবর্গ হবে?

(28) (x24+25y2) রাশিটি থেকে কত বিয়োগ করলে, বিয়োগফল একটি পূর্ণবর্গ রাশি হবে?

(29) M এর মান কত হলে (a2+a+M) রাশিটি একটি পূর্ণবর্গরাশি হবে?

(30) M এর মান কত হলে (a44+4a4+M) রাশিটি একটি পূর্ণবর্গ রাশি হবে?

(31) M এর মান কত হলে (x44+M+y29) রাশিটি একটি পূর্ণবর্গ রাশি হবে?

(32) M এর মান কত হলে (M+9a2+16b2) রাশিটি একটি পূর্ণবর্গ রাশি হবে?

(33) M এর মান কত হলে (16M+x216) রাশিটি একটি পূর্ণবর্গ রাশি হবে।

(34) M এর মান কত হলে (M8+4a4b4) রাশিটি একটি পূর্ণবর্গ রাশি হবে?

(35) M এর মান কত হলে (2510x+M) রাশিটি একটি পূর্ণবর্গ রাশি হবে?

(36) M এর মান কত হলে (a442ab+M) রাশিটি একটি পূর্ণবর্গ রাশি হবে?

(37) M এর মান কত হলে (M12xy+4x2) রাশিটি একটি পূর্ণবর্গ রাশি হবে?

(38) M এর মান কত হলে (9a4M+169a4) রাশিটি একটি পূর্ণবর্গ রাশি হবে?

(39) K এর কোন মানের জন্য (4x2+8x+K3) রাশিটি একটি পূর্ণবর্গ রাশি হবে?

(40) K এর কোন মানের জন্য (x29+2x+K+5) রাশিটি একটি পূর্ণবর্গ রাশি হবে?

(41) K এর কোন মানের জন্য (25x2+Kxy+y216) রাশিটি একটি পূর্ণবর্গ রাশি হবে?

(42) K এর কোন মানের জন্য (9x22x+1K) রাশিটি একটি পূর্ণবর্গ রাশি হবে?

PROBLEM TYPE: VI (মান নির্ণয়:)
(1) x+1x=2 হলে দেখাও যে x2+1x2=2

(2) 2x+2x=6 হলে x2+1x2 = কত?

(3) a2+1a2=47 হলে, a+1a= কত?

(4) 2x+13x=6 হলে 9x2+14x2 এর মান কত?

(5) a+1(a3)=5 হলে (a3)2+1(a3)2 এর মান কত?

(6) a2+b2=6ab হলে a2b2+b2a2 এর মান কত?

(7) x+2x=1 হলে x2+x+2x2(1x) এর মান কত?

(8) x+1x=2 হলে x5+1x5 এর মান কত?

(9) x+1x=4 হলে x2+1x2 এর মান কত?

(10) m+1m=5 হলে দেখাও যে m2+1m2=23

(11) a2+b2=5 এবং a2b2=3 হলে a4+b4 এর মান কত?

(12) ab+ba=2 হলে a2b2+b2a2 এর মান কত?

(13) 2x+3y=9 এবং xy=3 হলে, 4x2+9y2 এর মান কত?

(14) 2p+1p=6 হলে (p+12p) এর মান কত?

(15) x+12x=3 হলে 4x2+1x2 = কত?

(16) 3x+12x=9 হলে 4x2+19x2= কত?

(17) x+1(x+2)=3 হলে (x+2)2+1(x+2)2= এর মান কত?

(18) x2+y2=7xy হলে, দেখাও যে x2y2+y2x2=47

(19) a+1a=3 হলে a4+1a4= কত?

(20) x2+y2=0 হলে, x99+y99 এর মান নির্ণয় করো।

(21) x+1x=2 হলে, x5+1x10= কত?

(22) 2x+1x=2 হলে, (x2x2+x+1)2 এর মান কত?

(23) x+1x=3 হলে, (x2+x+1x+1x2) এর মান কত?

(24) 7x1x=4 হলে, দেখাও যে 49x2+1x2=30

(25) 6x21=4x হলে, 36x2+1x2 এর মান কত?

(26) a2b2=mab হলে, a2b2+b2a2= কত?

(27) x2y2=5 এবং xy=6 হলে, xy+yx= কত?

(28) (ab)=5 এবং ab=14 হলে, a2+b2 এর মান কত?

(29) (x1x)=3 হলে, x2+1x2 এর মান কত?

(30) (ab)=6 এবং ab=40 হলে, a2+b2+ab এর মান কত?

(31) 2ab5cd=7 এবং abcd=1 হলে, 4a2b2+25c2d2 এর মান কত?

(32) 6(x1x)=5 হলে দেখাও যে x2+1x2=22536

(33) 3a1a=6 হয়, তাহলে a219a2 এর মান নির্ণয় করো।

(34) 3x12x=9 হলে 4x2+19x2 এর মান কত?

(35) (m21)=m(n1) হলে m2+1m2 এর মান কত?

(36) ab=ba2 হলে, a2b2+b2a2 এর মান নির্ণয় করো।
[/content]
[content]
(37) যদি x2y2=4xy হয়, তাহলে প্রমাণ করো যে, x2y2+y2x2=6

(38) 2xy=2yx+3 হলে, x2y2+y2x2 এর মান কত?

(39) যদি 2a=3b হয়, তাহলে 4a212ab+9b2 এর মান নির্ণয় করো।

(40) x1x=3 হলে, x2+1x2+x1x এর মান কত?

(41) x=a+1a এবং y=a1a হলে, x4+y42x2y2 এর মান কত?

(42) a1a=3 হলে, a4+1a4 এর মান নির্ণয় করো।

(43) x+1x=a হলে, প্রমাণ করো (x1x)2=a24

(44) 5m=4n হলে, 25m240mn+16n2 এর মান কত?

(45) (m+1m)=5 হয়, তাহলে m2+1m2 এর মান কত?

(46) (p1p)=m হয়, দেখাও যে p2+1p2=m2+2

(47) যদি x+1x=2 হয় তাহলে, (x2+1x2) এর মান নির্ণয় করো।

(48) যদি (m+1m)=4 হয় তাহলে, (m2+1m2) এর মান কত?

(49) যদি (x1x)=5 হয়, তাহলে (x2+1x2) এর মান কত?

(50) যদি (ab+ba)=4 হয়, তাহলে (a2b2+b2a2) এর মান কত?

(51) (2x+13x)=6 হলে, 9x2+14x2 এর মান কত?

(52) (2x+1x)=3 হলে, 2x23x+12x2+1 এর মান কত?

(53) (2x+1x)=3 হলে, 4x2+1x2 এর মান কত?

(54) (x12x)=3 হলে, (x2+14x2) এর মান কত?

(55) (2x+13x)=6 হলে, (4x2+19x2) এর মান কত?

(56) (3x12x)=3 হলে, (9x2+14x2) এর মান নির্ণয় করো।

(57) xy=yx+32 হলে, (x2y2+y2x2) এর মান কত?

(58) xy=yx+32 হলে, (x2y2+y2x2) এর মান কত?

(59) x2+y2=3xy হলে, (x2y2+y2x2) এর মান কত?

(60) x2y2=2xy হলে, (x2y2+y2x2) এর মান কত?

(61) (3x+1x)=6 হলে, (x2+19x2) এর মান কত?

(62) (2x1x)=4 হলে, (x2+14x2) এর মান কত?

(63) (3x+12x)=6 হলে, (4x2+19x2) এর মান কত?

(64) (2x13x)=4 হলে, (9x2+14x2) এর মান কত?

(65) p=2+1p+2 হলে, (p+2)2+1(p+2)2 এর মান কত?

(66) x=31x+1 হলে, (x+1)2+1(x+1)2 এর মান কত?

(67) x3+1x=53 হলে, (x2+9x2) এর মান কত?

(68) x+2y=3 এবং xy=16 হলে, (9x2+1x2) এর মান কত?

(69) (x+3y)=4 এবং (x3y)=1 হলে, x2+9y23xy এর মান কত?

(70) x+2x=1 হলে, x2+x+2x2(1x) এর মান নির্ণয় করো।

(71) x+1x=3 হলে, x2x+1x2+x+1 এর মান নির্ণয় করো।

(72) x2x23x+2=13 হলে, x+1x এর মান নির্ণয় করো।

(73) x+4x=2 হলে, x+2x2+7x+22 এর মান নির্ণয় করো।

PROBLEM TYPE: VII
প্রয়োজনীয় সূত্র:
(a+b)2=a2+2ab+b2
বা, (a+b)2=a2+b2+2ab
বা, (a2+b2)=(a+b)22ab
এখানে, (a+b) এবং ab এর মান দেওয়া থাকলে, (a2+b2) এর মান নির্ণয় করা যায়।

অনুরূপভাবে,

(ab)2=a22ab+b2
বা, (ab)2=a2+b22ab
বা, (a2+b2)=(ab)2+2ab
এখানে, (ab) এবং ab এর মান দেওয়া থাকলে, (a2+b2) এর মান নির্ণয় করা যায়।
(1) (a+b)=5 এবং ab=6 হয়, তাহলে (a2+b2) এর মান নির্ণয় করো।

(2) (ab)=2 এবং ab=48 হলে, a2+b2 এর মান কত?

(3) (ab)=5 এবং ab=14 হলে, a2+b2 এর মান কত?

(4) (ab)=6 এবং ab=40 হলে, a2+b2+ab এর মান কত?

(5) (a+b)=9 এবং ab=20 হলে, a2+b2 এর মান কত?

(6) (2x+3y)=9 এবং xy=3 হলে, 4x2+9y2 এর মান কত?

(7) (ab)=2 এবং ab=15 হলে, a2+b2 এর মান কত?

(8) (x+y)=7 এবং xy=12 হলে, (x2+y2) এর মান কত?

(9) (2a+3b)=9 এবং ab=3 হলে, (4a2+9b2) এর মান কত?

(10) (ab)=2 এবং ab=15 হলে, (a2+b2) এর মান কত?

(11) (ab)=3 এবং ab=40 হলে, (a2+b2+ab) এর মান কত?

(12) (a2+b2)=13 এবং (a+b)=5 হলে, ab এর মান নির্ণয় করো।

PROBLEM TYPE: VIII

প্রয়োজনীয় সূত্র:
(a+b)2=a2+2ab+b2 ... ... ... ... (i)
(ab)2=a22ab+b2 ... ... ... ... (ii)
এখন (i) ও (ii) নং সূত্রদুটিকে যোগ করে পাই,
(a+b)2+(ab)2=2a2+2b2
বা, (a+b)2+(ab)2=2(a2+b2)
সুতরাং, 2(a2+b2)=(a+b)2+(ab)2
এখানে 2(a2+b2) রাশিটিকে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা হল।
বা, (a2+b2)=(a+b)2+(ab)22
সুতরাং (a+b) এবং (ab) দেওয়া থাকলে এই সূত্রটি প্রয়োগ করেও (a2+b2) এর মান নির্ণয় করা যায়।

(1) প্রমান করো, (a+b)2+(ab)2=2(a2+b2)

(2) 50x2+128y2 কে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো।

(3) 200a2+162b2 কে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো।

(4) যদি (a+b)=9 এবং (ab)=5 হয়, তাহলে 2(a2+b2) এর মান কত?

(5) (a+b)=3 এবং (ab)=2 হলে, 8ab(a2+b2) এর মান কত?

(6) যদি (x+y)=5 এবং (xy)=1 হয়, তাহলে 8xy(x2+y2) এর মান কত?

(7) (a+b)=1 এবং (ab)=9 হলে, 8ab(a2+b2) এর মান কত?

(8) (a+b)=3 এবং (ab)=1 হলে, ab(a2+b2) এর মান কত?


(9) (a+2b)=3 এবং (a2b)=1 হলে, ab(a2+4b2) এর মান কত?

(10) (3a+2b)=4 এবং (3a2b)=2 হলে, 4ab(9a2+4b2) এর মান কত?

(11) (m+n)=10 এবং (mn)=2 হলে, (m2+n2) এর মান কত?

(12) (a+b)=5 এবং (ab)=3 হলে, 8ab(a2+b2) এর মান নির্ণয় করো।

(13) (a+b)=9 এবং (ab)=6 হলে, a2+b22ab এর মান নির্ণয় করো।

(14) (m+n)=8 এবং (mn)=2 হলে, (m2+n2) এর মান কত?

(15) যদি (a2+b2)=5 এবং ab=2 হয় তাহলে (i) (a+b) এবং (ii) (ab) এর মান নির্ণয় করো।

(16) যদি (a2+b2)=13 এবং (a+b)=5 হয়, তাহলে (i) ab এবং (ii) (ab) এর মান নির্ণয় করো।

PROBLEM TYPE: IX

প্রয়োজনীয় সূত্র:
(a+b)2=a2+2ab+b2 ... ... ... ... (i)
(ab)2=a22ab+b2 ... ... ... ... (ii)
এখন (i) ও (ii) নং সূত্রদুটিকে বিয়োগ করে পাই,
(a+b)2(ab)2=4ab
বা, 4ab=(a+b)2(ab)2
বা, ab=(a+b)2(ab)24
বা, ab=(a+b)24(ab)24
বা, ab=(a+b2)2(ab2)2


(1) প্রমান করো, (a+b)2(ab)2=4ab

(2) 12 কে দুটি পূর্ণবর্গ রাশির পার্থক্য বা অন্তর রূপে প্রকাশ করো।

(3) 16 কে দুটি পূর্ণবর্গ রাশির পার্থক্য বা অন্তর রূপে প্রকাশ করো।

(4) 24 কে দুটি পূর্ণবর্গ রাশির পার্থক্য বা অন্তর রূপে প্রকাশ করো।

(5) 28 কে দুটি পূর্ণবর্গ রাশির পার্থক্য বা অন্তর রূপে প্রকাশ করো।

(6) 2xy কে দুটি পূর্ণবর্গ রাশির পার্থক্য বা অন্তর রূপে প্রকাশ করো।

(7) (s+t)=12 এবং (st)=8 হলে, st এর মান নির্ণয় করো।

(8) (a+b)=5 এবং (ab)=3 হলে, (a2+b2ab) এর মান নির্ণয় করো।

(9) (a+b)=5 এবং (ab)=3 হলে, (a2b+ab2a2b2) এর মান নির্ণয় করো।

(10) (a4+4b4) কে দুটি পূর্ণবর্গ রাশির পার্থক্য বা অন্তর রূপে প্রকাশ করো।

(11) (2x+3y)(2x3y) কে দুটি পূর্ণবর্গ রাশির পার্থক্য বা অন্তর রূপে প্রকাশ করো।

(12) (m+n)(5m7n) কে দুটি পূর্ণবর্গ রাশির পার্থক্য বা অন্তর রূপে প্রকাশ করো।

(13) (2mn+3)(2mn3) কে দুটি পূর্ণবর্গ রাশির পার্থক্য বা অন্তর রূপে প্রকাশ করো।
[/content]
[content]
(14) (512×488) কে দুটি পূর্ণবর্গ রাশির পার্থক্য বা অন্তর রূপে প্রকাশ করো।

(15) (603×597) কে দুটি পূর্ণবর্গ রাশির পার্থক্য বা অন্তর রূপে প্রকাশ করো।

(16) (793×807) কে দুটি পূর্ণবর্গ রাশির পার্থক্য বা অন্তর রূপে প্রকাশ করো।

(17) (1015×985) কে দুটি পূর্ণবর্গ রাশির পার্থক্য বা অন্তর রূপে প্রকাশ করো।

(18) (1125×1275) কে দুটি পূর্ণবর্গ রাশির পার্থক্য বা অন্তরকে রূপে প্রকাশ করো।

(19) (1412×1588) কে দুটি পূর্ণবর্গ রাশির পার্থক্য বা অন্তর রূপে প্রকাশ করো।

(20) (3m+4n)(m6n) কে দুটি পূর্ণবর্গ রাশির পার্থক্য বা অন্তর রূপে প্রকাশ করো।

(21) (5x+3y)(3x5y) কে দুটি পূর্ণবর্গ রাশির পার্থক্য বা অন্তর রূপে প্রকাশ করো।

(22) (7x5y)(x+y) কে দুটি পূর্ণবর্গ রাশির পার্থক্য বা অন্তর রূপে প্রকাশ করো।

(23) (3a2m2+b2)(a2m23b2) কে দুটি পূর্ণবর্গ রাশির পার্থক্য বা অন্তর রূপে প্রকাশ করে।

(24) (a2+b2)=50 এবং (a+b)=8 হলে, (ab) এর মান নির্ণয় করো।

(25) (a+b)=5 এবং (1a+1b)=3 হলে, (a2+b2) এর মান নির্ণয় করো।

(26) (4a2+b2)=50 এবং (2ab)=6 হলে, (2a+b) এর মান নির্ণয় করো।
[/content][content]

PROBLEM TYPE: X

(a+b)2=a2+2ab+b2
এখন উভয়পক্ষে 4ab যোগ করে পাই,
(a+b)24ab=a2+2ab+b24ab
বা, (a+b)24ab=a22ab+b2
বা, (a+b)24ab=(ab)2
বা, (ab)2=(a+b)24ab

অনুরূপভাবে,
(ab)2=a22ab+b2
এখন উভয়পক্ষে +4ab যোগ করে পাই,
(ab)2+4ab=a22ab+b2+4ab
বা, (ab)2+4ab=a2+2ab+b2
বা, (ab)2+4ab=(a+b)2
বা, (a+b)2=(ab)2+4ab

(1) (a+b)=5 এবং ab=6 হলে, (ab) এর মান কত?

(2) (ab)=2 এবং ab=15 হলে, (a+b) এর মান কত?

(3) (x+y)=5 এবং xy=6 হলে, (xy) এর মান নির্ণয় করো।

(4) (x+1x)=4 হলে, (x1x)2 এর মান কত?

(5) (x1x)=3 হলে প্রমান করো (x+1x)2=13

(6) (m+1m)=5 হলে (m1m)2 এর মান নির্ণয় করো।

(7) (x+1x)=a হয়, তবে দেখাও যে (x1x)2=a24

(8) যদি (x+1x)=2 হয় তাহলে (x1x) এর মান নির্ণয় করো।

(9) যদি (m+1m)=4 হয় তাহলে (m1m) এর মান নির্ণয় করো।
[/content]
[content]
(10) যদি (x1x)=5 হয় তাহলে, (x+1x)2 এর মান নির্ণয় করো।

(11) যদি (ab+ba)=4 হয় তাহলে, (abba) এর মান নির্ণয় করো।

(12) যদি (a+b)=5 এবং ab=6 হয়, তাহলে, (ab) এর মান নির্ণয় করো।

(13) যদি (x+y)=7 এবং xy=12 হয়, তাহলে, (xy)2 এর মান নির্ণয় করো।

(14) যদি (m+n)=8 এবং (mn)=2 হয়, তাহলে mn এর মান নির্ণয় করো।

(15) যদি (2a+3b)=9 এবং ab=3 হয় তাহলে, (2a3b) এর মান নির্ণয় করো।

(16) যদি (ab)=2 এবং ab=15 হয় তাহলে, (a+b) এর মান নির্ণয় করো:

(17) যদি (ab)=3 এবং ab=40 হয় তাহলে, (a+b) এর মান নির্ণয় করো।

(18) যদি (ab)=4 এবং ab=2 হয় তাহলে, (a+b)2 এর মান নির্ণয় করো।

(19) যদি (a+b)=4 এবং ab=3 হয় তাহলে, (ab)2 এর মান নির্ণয় করো।

PROBLEM TYPE: XI (সূত্রের সাহায্যে সরল করো:)

(1) 567×5672×567×564+564×564

(2) 1.39×1.39+2×1.39×1.61+1.61×1.61

(3) 1.89×1.89+2×1.89×1.11+1.11×1.11

(4) 3.33×3.33+2×3.33×1.67+1.67×1.67

(5) 9.91×9.91+9.91×2.18+1.09×1.09

(6) 99.1×99.1+2×99.1×0.9+0.9×0.9

(7) 6.25×6.252×6.25×4.25+4.25×4.25

(8) 98.7 \times 98.7 - 2 \times 98.7 \times 98.9 + 98.9 \times 98.9

(9) 1.24 \times 1.24 + 2 \times 1.24 \times 0.76 + 0.76 \times 0.76

(10) 7.17 \times 7.17 - 12.14 \times 7.17 + 6.07 \times 6.07

(11) 5.12 \times 5.12 - 8.24 \times 5.12 + 4.12 \times 4.12

(12) {\left( {3x + 2y} \right)^2} + 2.\left( {3x + 2y} \right).\left( {3x - 2y} \right) + {\left( {3x - 2y} \right)^2}

(13) {\left( {a + b} \right)^2} + 2.\left( {a + b} \right).\left( {a - b} \right) + {\left( {a - b} \right)^2}

(14) {\left( {3x + 2y + z} \right)^2} - 2.\left( {3x + 2y + z} \right).\left( {x - y + 2z} \right) + {\left( {x - y + 2z} \right)^2}

(15) 4{\left( {m + n} \right)^2} - 12.\left( {m + n} \right).\left( {m - n} \right) + 9{\left( {m - n} \right)^2}

(16) {\left( {3x - y} \right)^2} - 2.\left( {3x - y} \right).\left( {x - y} \right) + {\left( {x - y} \right)^2}
[/content]
[content]
(17) {\left( {3a - 5b} \right)^2} + 2.\left( {3a - 5b} \right).\left( {a + 5b} \right) + {\left( {a + 5b} \right)^2}

(18) {\left( {a + b} \right)^2} + 2.\left( {a + b} \right).\left( {a - b} \right) + {\left( {a - b} \right)^2}

(19) {\left( {3x + 2y} \right)^2} + 2.\left( {3x + 2y} \right).\left( {3x - 2y} \right) + {\left( {3x - 2y} \right)^2}

(20) {\left( {4m - 3n} \right)^2} + 2.\left( {4m - 3n} \right).\left( {4m + 3n} \right) + {\left( {4m + 3n} \right)^2}

(21) {\left( {5m + 2n} \right)^2} - 2.\left( {5m + 2n} \right).\left( {5m - 2n} \right) + {\left( {5m - 2n} \right)^2}

(22) {\left( {2x + y + z} \right)^2} - 2.\left( {2x + y + z} \right).\left( {y + z} \right) + {\left( {y + z} \right)^2}

(23) {\left( {a - b - c} \right)^2} - 2.\left( {a - b - c} \right).\left( {a + b - c} \right) + {\left( {a + b - c} \right)^2}

(24) {\left( {2x + 3y - 4z} \right)^2} + 2.\left( {2x + 3y - 4z} \right).\left( {2x - 3y + 4z} \right) + {\left( {2x - 3y + 4z} \right)^2}

(25) 25{m^2} - 10m\left( {5m + 2n} \right) + {\left( {5m + 2n} \right)^2}

(26) {\left( {3p + 4q} \right)^2} - 8q\left( {3p + 4q} \right) + 16{q^2}

(27) {\left( {3a - 4b + 5c} \right)^2} - 2.\left( {3a - 4b + 5c} \right).\left( {2a - 3b + 5c} \right) + {\left( {2a - 3b + 5c} \right)^2}

(28) {\left( {2a + 3b} \right)^2} + 2.\left( {2a + 3b} \right).\left( {2a - 3b} \right) + {\left( {2a - 3b} \right)^2}

(29) {\left( {3a - b} \right)^2} + 2.\left( {3a - b} \right).\left( {3a + b} \right) + {\left( {3a + b} \right)^2}

(30) {\left( {3p + 4q} \right)^2} - 2.\left( {3p + 4q} \right).\left( {3p - 4q} \right) + {\left( {3p - 4q} \right)^2}

(31) {\left( {4l + m} \right)^2} - 2.\left( {4l + m} \right).\left( {4l - m} \right) + {\left( {4l - m} \right)^2}

(32) {\left( {5l + 4m} \right)^2} + 2.\left( {5l + 4m} \right).\left( {5l - 4m} \right) + {\left( {5l - 4m} \right)^2}
[/content][content]
PROBLEM TYPE: XII

(1) {\left( {a - b} \right)^2} সূত্রের সাহায্যে \left( {5c + 8d} \right) এর বর্গ নির্ণয় করো।

(2) {\left( {a + b} \right)^2} এর বিস্তৃতির সাহায্যে {\left( {2x - 3y} \right)^2} এর বিস্তৃতি নির্ণয় করো।
PROBLEM TYPE: XIII


(1) \left( {{x^2} + 8x + 64} \right) রাশির ক্ষুদ্রতম মান ও অনুরূপ x এর মান নির্ণয় করো।

Solution:
\left( {{x^2} + 8x + 64} \right)
= {\left( x \right)^2} + 2.x.4 + {\left( 4 \right)^2} + 48
= {\left( {x + 4} \right)^2} + 48

সুতরাং রাশিটির ক্ষুদ্রতম মান হল 48 এবং অনুরূপ x এর মান হবে - 4

(2) \left( {9{x^2} + 3x - 8} \right) রাশিটির ক্ষুদ্রতম মান ও অনুরূপ x এর মান নির্ণয় করো।

(3) \left( {5 - 7x - 4{x^2}} \right) রাশিটির বৃহত্তম মান ও অনুরূপ x এর মান এর মান নির্ণয় করো।

Solution:
\left( {5 - 7x - 4{x^2}} \right)
= 5 + \frac{{49}}{{16}} - \left( {4{x^2} + 2.2x.\frac{7}{4} + \frac{{49}}{{16}}} \right)
= 8\frac{1}{{16}} - {\left( {2x + \frac{7}{4}} \right)^2}

সুতরাং রাশিটির বৃহত্তম মান হল 8\frac{1}{{16}} এর অনুরূপ x এর মান - \frac{7}{8}

(4) \left( {5 - 6x - 9{x^2}} \right) রাশিটির বৃহত্তম মান ও অনুরূপ x এর মান নির্ণয় করো।

No comments:

Post a Comment